Dhaka Chattogram Sylhet Travel
😊😍❤️😘😃
Me & My Mamato Bon Radhuni 🤗
আমার সবচেয়ে ছোট মামাতো বোন #রাঁধুনি_ঘোষ
(রাঁধুনি নামটি আমার দেয়া)
যদিও তাকে সবাই রাধিকা / রাধু বলেই ডাকে
ওর পরিহিত জামাটি আমি ঢাকা থেকে এনেছি 



সবার আদরের এই ছোট্ট বোন
ভালোবাসা 


ওর সাথে এটিই আমার প্রথম ছবি
অনেক কিউট দেখতে 


অনেক অসুস্থ ছিল জন্মের পর থেকেই! চিকিৎসার শুরু
বাংলাদেশ থেকে তারপর ভারতের সাইন্স সিটি ব্যঙ্গালুরুর ডাঃ দেবী শেঠির নারায়ণী হাসপাতালে
আমার এই ছোট্ট মামাতো বোনটির সুস্থতার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ দোয়া আশির্বাদ করেছে 
তার জন্যেই সৃষ্টিকর্তা ওকে সুস্থ করে ওর মা, বাবার কোলে ফিরিয়ে দিয়েছে
এর জন্য ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা 






আমার এই বোনটার জন্য সকলে প্রার্থনা করবেন যাতে ও সুস্থ থাকতে পারে এবং বড় হয়ে মানুষের সেবা করতে পারে এবং স্রষ্টাকে সবসময় স্মরণ করতে পারে


Xoxo

আমি ঘুমিয়ে থাকার সময়ই আমার মা আমার চুলগুলো কেঁচি দিয়ে প্রতিদিনই আস্তে-ধীরে কেটে কেটে ছোট করছে!
আমি রোজ দিন ঘুম থেকে উঠে দেখতাম আমার বালিশে ও বিছানায় অনেক চুল পড়ে থাকতো
প্রায় সময়ই ঘুমে অনুভব করতাম আমার মা চুল কাটছে তখন হাত দিয়ে ঘুমের ঘোরে হাত দিয়ে মাথা ঢেকে রাখতাম
আমার মা ও বাবা আমার দীর্ঘ বছর ধরে লম্বা চুল রাখা পছন্দ করেনি
ওনারা কয়েক মাস ধরে প্যারা! দিচ্ছিল সাথে চুলের উপর এ্যাটাকও
তারপর মা'কে কন্ডিশন দিলাম তুমি আমার চুল কেটে দিলেই আমি চুলগুলো ছোট করবো নয়তো করবো না
তারপর আমার মা আমার চুল কেটে কিভাবে ছোট করেছে নিচের ভিডিওতেই দেয়া আছে... 







ধারাবাহিক ভাবে আমার লম্বাচুল করার বয়স হবে ৭/৮/৯/১০ বছর (ছোট বেলার সহ) এর মধ্যে অনেকবার চুল কাটা হয়েছে এবং আবার বড় করেছি 

কিন্তু এবার ২০১৯ থেকে ২০২২ এই জার্নিটা ছিল আমার বড় চুলের জন্য বিগেস্ট হিস্টোরি
অনেক কটুকথা, মজা, সমালোচনা সহ্য করে নিজের শখ পূরণ করেছি
আর মা, বাবার কয়েক হাজার টাকা বাঁচিয়েছি চুল না কেটে
লম্বা চুল নিয়ে গায়ে হলুদ, বিয়ে ও বৌভাতে নাচা-নাচির মুহূর্ত আহ! অস্থির 








যারা আমার নাম জানতো না ওই মেক্মিমাম মানুষ আমাকে আইডেন্টিফাই করতো ওই যে লম্বা চুল আছে ছেলেটা 

আমার মা, বাবার খুশির জন্য আমি এত বছরের যত্নের বড় চুলগুলো কেটেছি
ওনারা এই জন্য খুশি তাই আমিও খুশি...
মিস করলো আমার কালো হেয়ার ব্যানকে



মা, বাবা তো আমার প্রাণ চাইলে সেটাও বিসর্জন দিয়ে দিবো 

আমার মা, বাবা সবসময় হাসি-খুশি থাকুক... 






