Shubho Maha Panchami 2021 - Debaloy Ghosh Dolan
Shubho Maha Panchami 🙏🏼
শুভ মহা পঞ্চমী 🕉️
বাঙালির সবথেকে প্রিয় ও এবং অন্তরের উৎসব হলো দূর্গা পূজা । দূর্গা পূজা মূলত ১০ দিনের একটি বিশেষ উৎসব যা উন্মাদনা, উৎসাহ এবং আনন্দে ভরপুর থাকে। তবে দূর্গা পূজার শেষের ছয় দিন অর্থাৎ পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্তের দিনগুলিতে এই উৎসবের উন্মাদনা ও উৎসাহ অন্য দিনগুলির থেকে একটু বেশিই থাকে। মা দুর্গার আরাধনা, বন্ধুদের সাথে আড্ডা, পরিবারের সাথে সময় কাটানো ও একে অপরকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমরা এই দিন গুলিকে সেলিব্রেট করে থাকি।
0 comments